চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত সিসিএল কিডস ক্রিকেট ফেস্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৩ অক্টোবর সম্পন্ন হয়েছে। ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত খেকে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক ও সাবেক সিসিএল চেয়ারম্যান এম এ মালেক, সাবেক সিসিএল চেয়ারম্যান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকির স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ক্রেনস্ মন্টেনা ইন্টান্যাশনাল স্কুল পরিচালক এবং চিটাগাং ক্লাব কমিটি মেম্বার ইমতিয়াজ হাবীব রনি, জাবেদ হাসেম নান্নু এবং নির্বাহী কমিটি মেম্বার মাহাবুবুল কবির খান শান্তনু, আলী আহসান সেলিম, আজিজুল হাকীম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক মেম্বার ইনচার্জ ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ। ফাইনাল খেলায় প্লেট চ্যাম্পিয়ন হয় সিসিএল লায়ন, রানার্স আপ হয় সিসিএল প্যান্থার টিম এবং কাপ চ্যাম্পিয়ন হয় সিসিএল ব্লেক ক্যাট এবং রানার্স আপ হয় সিসিএল টাইগার টিম। উল্লেখ্য সিসিএল ক্রিকেট বিভাগে বছরব্যাপী প্রশিক্ষণ শেষে অর্ধ শতাধিক শিশু কিশোর এই টুর্নামেন্টে অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।