বিসিবি পরিচালক মনজুরুল আলম মনজুর সংবর্ধনা

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

হালিশহর বেগমজান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ১৯৮৫ ব্যাচের মিলনমেলা ও বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ১৯৮৫ ব্যাচের কৃতী শিক্ষার্থী মনজুরুল আলম মনজুর সংবর্ধনা অনুষ্ঠান গত রোববার সন্ধ্যায় ব্যাচের কার্যকরী কমিটির সভাপতি সৈয়দ নূরের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ক্রীড়া ব্যক্তিত্ব মনজুরুল আলম মনজু। এ সময় উপস্থিত ছিলেন ১৯৮৫ ব্যাচের কার্যকরী কমিটির সদস্য মতিনুল হক, সরওয়ার খসরু, লিয়াকত আলী, মো. রশেদ পারভেজ, মোহাম্মদ আলী, জহুর আলম, হারুন অর রশিদ, নাসের, মহসীন প্রমুখ। এছাড়াও ১৯৮৫ ব্যাচের প্রায় ৬৫জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বিসিবি পরিচালক মনজুরুল আলম বলেন, বেগমজান উচ্চ বিদ্যালয়ের ১৯৮৫ ব্যাচটি একটি সেরা ব্যাচ। আমাদের মাঝে কোনদিন কারো সাথে মনোমালিন্য হয়নি। আমরা একত্রিত হয়েছি দীর্ঘ ৩৫ বছর পর। এই বন্ধন মৃত্যুর আগ পর্যন্ত আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। তিনি ১৯৮৫ ব্যাচের কোন কাজে তার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমরণ বন্ধন ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪১.৭৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধএবার দ.আফ্রিকার কাছে ধরাশায়ী চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ