সীবলী সংসদের প্রবারণাত্তোর তারুণ্য নাইট উৎসব

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আড্ডার উদ্যোক্তা পরিচালক বিপ্লব বড়ুয়া বলেছেন, সেবার নামে যেসব সংগঠন ব্যবসা কেন্দ্রে পরিণত হয় তাদের কাছ থেকে সৃষ্টিশীল কোনো কর্ম আশা করা যায় না। সংগঠন গুলোকে মানবিক সেবায় ব্রতী হয়ে সামাজিক সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা পালন করতে হবে। তিনি ২৪ অক্টোবর নগরীর এম.এ.আজিজ স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টে সীবলী সংসদের প্রবারণাত্তোর তারুণ্য উৎসবে একথা বলেন। সীবলী সংসদের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও রুবেল বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তৃপর্ণা বড়ুয়া বৃষ্টি, রনেশ চৌধুরী নন্তু, সুদীপ বড়ুয়া, সুজিত বড়ুয়া, চিম্ময় বড়ুয়া, ইমন বড়ুয়া, সৌরভ চৌধুরী, তপু বড়ুয়া রবি, সঞ্চয় বড়ুয়া, অপু বড়ুয়া, শাওন বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি জেলার র‌্যালি
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় মাইল ফলক হয়ে থাকবে