মীরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর অফিস ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর

দল থেকে অব্যাহতি

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের ৯ নং মীরসরাই সদর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল্লাহ দিদারের অফিস ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ১০/১২ জনের একটি দল হামলা চালিয়ে অফিসে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবার ওই দিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ দিদার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ১০/১২ জনের একটি গ্রুপ এসে আমার ব্যবসায়িক অফিস ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। এ সময় তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস ও মীরসরাই থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।
ওই ইউনিয়নে নৌকার প্রতীক পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দিদার বলেন, এমন ঘটনা ঘটেছে শুনেছি। তবে দলের বা আমার পক্ষের কোনো কর্মী এই ঘটনার সাথে সম্পৃক্ত নেই।

মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মনোনয়ন প্রত্যাহার না করায় সাইফুল্লাহ দিদারকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, দলীয় শৃক্সখলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাইফুল্লাহ দিদারকে। অন্য বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরুমা ও আলীকদমে আ. লীগের মনোনয়ন পেলেন যারা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের তিন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী