চকরিয়া-পেকুয়ায় ৮ পুরনো ৮ নতুন

চকরিয়া ও পেকুয়া প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে ৮ জন গতবারের পুরনো প্রার্থী এবং ৮ জন নতুন মুখ জায়গা পেয়েছেন। নতুন ৮ জনের মধ্যে চকরিয়ায় ৫ ও পেকুয়ায় ৩ ইউনিয়নের প্রার্থীদের নাম এসেছে। চকরিয়ার পূর্ব বড় ভেওলা, কোনাখালী, কৈয়ারবিল, ঢেমুশিয়া ও বিএমচর এবং পেকুয়ার মগনামা, রাজাখালী ও পেকুয়া সদরে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকায় নতুন মুখ স্থান করে নিয়েছে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন গতবারের নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিল ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেত্রী জন্নাতুল বকেয়া রেখা। এছাড়া চকরিয়া উপজেলার অন্য ৬ ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাহারবিল ইউনিয়নে চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউনিয়নে চেয়ারম্যান মো. শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়নে মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেট, বদরখালী ইউনিয়নে নূরে হোছাইন আরিফ, ঢেমুশিয়া ইউনিয়নে মঈন উদ্দিন চৌধুরী, ভেওলা মানিকচর ইউনিয়নে শহীদুল ইসলাম খোকন ও কোনাখালী ইউনিয়নে জাফর আলম সিকদার।
অপরদিকে পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়নে যারা দলের মনোনয়ন পেয়েছেন তারা হলেন- পেকুয়া সদরে সাংবাদিক জহিরুল ইসলাম, বারবাকিয়া ইউনিয়নে জিএম আবুল কাশেম, মগনামা ইউনিয়নে নাজেম উদ্দিন, রাজাখালী ইউনিয়নে নজরুল ইসলাম সিকদার বাবুল, শিলখালী ইউনিয়নে কাজিউল ইনসান ও উজানটিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে প্রথম দফায় (তৃতীয় ধাপে) ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলার বাকি ৮ ইউনিয়নে পরবর্তী ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সূত্র জানিয়েছে। অপরদিকে দ্বিতীয়ধাপে পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। সেখানে নৌকা প্রতীকের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৫ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
পরবর্তী নিবন্ধরুমা ও আলীকদমে আ. লীগের মনোনয়ন পেলেন যারা