ফটিকছড়িতে ১৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, অটল ৮ বিদ্রোহী

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ১৪ ইউপি নির্বাচনে ১৭ চেয়ারম্যান প্রার্থীসহ ৪২ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে গতকাল মঙ্গলবার। ফলে আবদুল্লাপুর, বখতপুর ও লেলাং ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মনোনয়ন প্রত্যাহার করেছেন ১নং বাগান বাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলামসহ ৩ জন সাধারণ সদস্য। ২নং দাতমারা ইউনিয়নে আবু মুছা ও জাহিদুল ইসলাম চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন সাধারণ সদস্য। ৩নং নারায়ণহাট ইউনিয়নে রতন কান্তি চৌধুরী, আবু মুছা, খোরশেদসহ ১জন সাধারণ সদস্য। পাইন্দং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল্লাহ ও মো. ইসলামসহ ৩জন সাধারণ সদস্য। সমিতিরহাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম ও আবদুস সবুরসহ ৩ জন সাধারণ সদস্য। ধর্মপুর ইউনিয়নে চেযারম্যান প্রার্থী মো. শফিকুল মনসুরসহ ৩ জন সাধারণ সদস্য। লেলাং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কুতুব উদ্দিন ও ইফতেখার উদ্দিনসহ ২ জন সাধারণ সদস্য। আবদুল্লাহপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিন ও এসকে এম সেলিমসহ ১ জন সাধারণ সদস্য। বখতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামসহ ২ জন সাধারণ সদস্য। সুন্দরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরী। হারুয়ালছড়ি ও জাফত নগর ইউনিয়নে ১ জন করে সাধারণ সদস্য।
এছাড়া, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও নৌকা প্রতীকের বিদ্রোহী ৮ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। তারা হলেন ১নং বাগান বাজার ইউনিয়নে উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ডা. মো. শাহাদাত হোসেন সাজু। ২নং দাঁতমারা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুল আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাস্টার জয়নাল। ৬নং পাইন্দং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য তসলিম বিন জহুর। ১৫নং রোসাংগীরি ইউনিয়নে উত্তর জেলা কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক মো. তারেক নেওয়াজ। ১৭নং জাফত নগর ইউনিয়নে কাতার প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. জিয়া উদ্দীন। ১৮নং ধর্মপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য মো. মোরশেদ। ১৯নং সমিতিরহাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাসির চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, দলীয় যেসব নেতা কর্মী নৌকা প্রতীকের আবেদন করে প্রতীক না পেয়েও মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং শেষ দিনেও প্রত্যাহার করেনি তাদের নামের তালিকা জেলা ও কেন্দ্রে পাঠানো হবে। সেখান থেকে যা সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন হবে।

পূর্ববর্তী নিবন্ধপীরগঞ্জের ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর অপচেষ্টা ব্যর্থ : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৫ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত