পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি ১৫ নভেম্বর

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। অপর দু’জন হলেন, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন। এ দিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এ দিন আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় চার্জশিট গ্রহণের জন্য ভারপ্রাপ্ত বিচারক ১৫ নভেম্বর দিন ধার্য করেন। খবর বাসসের।
এর আগে গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ চার্জশিট গ্রহণের এ দিন ধার্য করেন। ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার চার্জশিট গ্রহণ করেন। এর পর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। ওই দিন পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পের পাশে পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের আস্তানা
পরবর্তী নিবন্ধসেই অপমানের জবাব মাঠেই দিল পাকিস্তান