রাউজানের সাবেক মেয়র বেবী চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, রাউজান পৌরসভার সাবেক মেয়র মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। এ উপলক্ষে গতকাল সোমবার মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী টানা ৩১ বছর সভাপতির দায়িত্ব পালন করে রাউজান উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করেন। তিনি ১৯৯৮ সালে রাউজান পৌরসভার প্রশাসক ও ২০০৪ সালে মেয়র নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হাত থেকে স্বাধীনতা পরবর্তী কৃষি ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘বঙ্গবন্ধু পুরস্কার-১৯৭৪’ পদক গ্রহণ করেন। মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আ. লীগের সম্প্রীতি সমাবেশ
পরবর্তী নিবন্ধমহানবী (স.)’র আদর্শ ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়