লালদীঘি পাড়ে ভবনে আগুন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি পাড় এলাকার একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল পৌনে ১১টার দিকে লালদীঘি পাড়ের ইমন চৌধুরীর চার তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নন্দনকানন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, সকাল ১০টা ৫৫মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।

পূর্ববর্তী নিবন্ধএবার ফেব্রিক্সসহ ৬৩ লট পণ্যের নিলাম হবে কাস্টমসে
পরবর্তী নিবন্ধচসিক অস্থায়ী কর্মকর্তা কর্মচারী পরিষদের কার্যনির্বাহী সভা