বান্দরবানে মাদকদ্রব্য আইনের মামলায় সানাউল্লাহ নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার (২৫ অক্টোবর) তাকে এ দণ্ড দেয়া হয়।
আইনশৃংখলা বাহিনী ও আদালত সূত্র জানায়, বান্দরবান সদরের লাঙীপাড়া এলাকার বাসিন্দা সানাউল্লাহ প্রকাশ পুতিয়াকে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালত এই আদেশ দেয়। এসময় অপর আসামী মো. ফারুককে বেকসুর খালাস দিয়েছে আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, মাদকদ্রব্য মামলায় আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া এই ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য আইনে ২০১৮ সালের একটি মামলায় এই আদেশ দেয় আদালত।