সম্রাট বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন

| সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

চসিকের উদ্যোগে গতকাল রোববার নগরীর ষোলশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ষোলশহর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে সম্রাট বেকারীর বিরুদ্ধে মামলা পূর্বক ৫০ হাজার এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে চসিক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সিএম পি ম্যাজিস্ট্রেটগণ সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপনের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধডা. আঞ্জুমান আরা ইসলাম-ডা. আরিফুল আমীন পরিষদের গণসংযোগ