টেকনাফের শামলাপুর হতে উখিয়ার কুতুপালং ক্যাম্পে ২২১জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শামলাপুর ক্যাম্প-২৩ থেকে তাদের স্থানান্তর শুরু হয়। জানা গেছে, ৪৪ পরিবারের ২২১জন রোহিঙ্গাকে উখিয়া থানাধীন ক্যাম্প-২০ কুতুপালংয়ে চারটি বাস ও ৬টি ট্রাকযোগে স্থানান্তর করা হয়। তারা বেলা ২ টার দিকে কুতুপালং ক্যাম্পে পৌঁছে বলে জানান কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, ‘স্থানান্তর কার্যক্রম চলাকালীন এপিবিএন সার্বক্ষণিক আইনশৃঙ্খলা ডিউটি পালনসহ সার্বিক সহযোগিতা প্রদান করে।’