রাউজান উপজেলায় জ্বীনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে জনগণ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। গত শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে রাউজানের নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. সাজেদ আফসার (২১), মো. জাহিদুল আলম (২৪), মো. আবুল কালাম ওরফে রাজন (২১), মো. তানজিল (১৯) ও মো. সজিব (১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, কতিপয় প্রতারক চক্র দীর্ঘদিন ধরেই গুরু ও আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন জ্বীন-পরীদের বাদশা সেজে পারিবারিক, সামাজিক ও আর্থিক সমস্যাসহ সকল সমস্যা সমাধানের কথা বলে মানুষকে ঠকিয়ে আসছে। হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। গোপন খবরের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।