গুজব সৃষ্টির অভিযোগে ফিরিঙ্গীবাজার থেকে কলেজ শিক্ষার্থী আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৪:৫৯ পূর্বাহ্ণ

রাজধানীর পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে প্রচার করে সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও গুজব সৃষ্টির অভিযোগে নগরীর ফিরিঙ্গীবাজার ইয়াকুব নগর থেকে এক যুবককে আটক করেছে র‌্যাব। গত শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে রিমন শীল (২০) নামে ওই যুবককে আটক করা হয়। রিমন শীল চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম বিজয় শীল।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, চলতি বছরের মে মাসে ঢাকার একটি হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে নোয়াখালীর সাম্প্রদায়িক ঘটনার হত্যাকাণ্ড বলে অপপ্রচার করে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। এ তথ্য পাওয়ার পর থেকে নগরজুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়। আটক রিমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এবং সে-ই সর্বপ্রথম এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে বলে জানায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ লক্ষাধিক ডোজ টিকা আসছে চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধচসিক জেনারেল হাসপাতাল কেন্দ্রেও দেওয়া হবে ফাইজারের টিকা