হালদায় ইলিশ!

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ১০:০৩ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে এবার পাওয়া গেছে একটি ইলিশ মাছ। মাছটির আনুমানিক ওজন ৪শ’ থেকে ৫শ’ গ্রাম হতে পারে।

আজ রবিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে নিষিদ্ধ জাল জব্দ করতে গিয়ে জাল থেকে মাছটি উদ্ধার করেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান। পরে নৌ থানার একটি ফ্রিজে মাছটি সংরক্ষণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার নৌ পুলিশর ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, “আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি হাটহাজারীর গড়দুয়ারায় গিয়েছিলাম। অনুষ্ঠান থেকে ফেরার পথে কচুখাইন এলাকায় নিষিদ্ধ জাল দেখতে পেয়ে উদ্ধার করি। পরে ওই জালেই একটি ইলিশ মাছ পাওয়া যায়।”

তিনি বলেন, “আমার জানা মতে হালদায় এই প্রথমবারের মতো ইলিশ পাওয়া গেল। ইন্টারেস্টিং মনে হওয়ায় ইলিশটি নৌ-থানার ফ্রিজে সংরক্ষণ করেছি।”

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পাহাড়ি মাটি কাটার সময় আটক ৪
পরবর্তী নিবন্ধটেকনাফের চাকমা পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮