সোনার খনির যে রহস্যের কিনারা হয়নি

| রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:৫৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে খনি অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয় ভার্জিনিয়া অঙ্গরাজ্য। ১৯ শতকজুড়ে একের পর এক সোনার খনির সন্ধান পাওয়া যায় সেখানে। তেমনই একটি খনি থেকে উদ্ধার হয় দুটি বল, যার নাম ‘হর্নেট বলস’। খবর বাংলানিউজের।
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন অ্যাটলাস অবস্কুরার প্রতিবেদনে বলা হয়, বল দুটি কেন খনিতে ছিল, এর রহস্য এখনও জানা যায়নি। সারা বিশ্বের কাছে এই বল দুটি আজও বিস্ময়। বড় আকারের কলসের মতো দেখতে বল দুটির ভিতরে ফাঁকা। আর দুপাশে দুটি মুখ লোহার জাল দিয়ে আটকানো। লোহার কাঠামোর ওপর সিমেন্টের আস্তরণ দিয়ে তৈরি বল দুটি সাত ফুট উঁচু। এর পরিধি প্রায় ২০ ফুট। একেকটি বলের ওজন ৬ হাজার ৩৫০ কেজি। খনিতে বল দুটি দিয়ে কী করা হতো, তা নিয়ে নানা মত প্রচলিত আছে। অনেকের মতে, খনির আকরিক গুঁড়া করে সোনা আলাদা করতে কাজে লাগানো হতো এগুলো। একটি দণ্ডের দুই পাশে বল দুটি আটকানো হলে এটি যন্ত্রের মতো কাজ করত। ঘোড়া বা কোনো শক্তিশালী প্রাণীর সাহায্যে দণ্ড ঘুরিয়ে বল দুটিকে পেষণ যন্ত্রের মতো ব্যবহার করা হতো। আবার কেউ কেউ মনে করেন, খনি থেকে উদ্ধার হওয়া পাথর-আকরিক বলের ভিতরে রেখে তারপর সেটিকে খুব জোরে ঘোরানো হতো। এতে প্রয়োজনীয় বস্তু পাথর থেকে আলাদা হয়ে যেত।

পূর্ববর্তী নিবন্ধজাফর ইকবালের হ্যাটট্রিকে মোহামেডান ব্লুজের বড় জয়, একটানা হেরেই চলেছে পুলিশ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের হোমওয়ার্কের চাপ কমাতে আইন পাস