পতেঙ্গাস্থ ফ্রেন্ডস অফ মিরাপাড়া আয়োজিত ২য় বারের মতো আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মিরাপাড়া পার্পল প্রাইড বনাম এফসি মিরাপাড়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা ড্র হলে তা টাইব্রেকারে গড়ায়। এতে মিরাপাড়া পার্পল প্রাইড ৩-১ গোলে এফসি মিরাপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টাইব্রেকারে মিরাপাড়া পার্পল প্রাইডের হয়ে গোল করেন জোবায়ের বাসার, রিফাত, আবির। অন্যদিকে বিজিত দলের পক্ষে গোল করেন রিদয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জোবায়ের বাসারের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।