ফুটপাতে দোকান বসানো ও দখল নিয়ে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, ফুটপাতে দোকান বসানো নিয়ে মূলত দু পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সংঘর্ষের আগে এলাকায় একটি সম্প্রীতি মিছিল হয়। মিছিল শেষ হওয়ার আধঘণ্টা পর এ ঘটনা ঘটে। তবে মিছিলের সাথে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। মূলত ফুটপাতের দোকান দখল ও বসানো নিয়েই এ সংঘর্ষ। কেউ লিখিত অভিযোগ না দেয়ায় সংঘর্ষে জড়িত দু গ্রুপের বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন ওসি।