ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ চায় চিটাগাং চেম্বার

বাংলাদেশ ব্যাংক গভর্নরকে চিঠি

| শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম দেশের অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের প্রতি একটি লিখিত পত্রে আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পাঠানো পত্রে তিনি বলেন, অতি সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ১৮ অক্টোবর আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৬.২০ টাকা পর্যন্ত। অন্যদিকে খোলা বাজারে ও নগদ মূল্যে ডলার বিক্রি হয়েছে ৮৯.৫০ টাকা। সংশ্লিষ্টরা এই দাম আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করছেন। গত বছর দেশে করোনা ভাইরাস মহামারী দেখা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে ডলারের মূল্য সর্বোচ্চ ৮৪ টাকা ৯৫ পয়সা উঠেছিল যা সেই সময়ে ডলারের সবচেয়ে শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশের ক্রমবর্ধমান অথনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিসহ সবধরনের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশেও বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ প্রেক্ষাপটে টাকার বিপরীতে ডলারের হঠাৎ মূল্য বৃদ্ধিতে আমদানিকৃত ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামালের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে যার দায়ভার শেষ পর্যন্ত ভোক্তাসাধারণকেই বহন করতে হবে। এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা রক্ষা করার লক্ষ্যে ডলারের মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের আশু হস্তক্ষেপ কামনা করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোখতার আহম্মদ ছিলেন নীতি-আদর্শের মূর্ত প্রতীক
পরবর্তী নিবন্ধরাসূল (দ.) মানবজাতির জন্য রহমত স্বরূপ