মা ও শিশু হাসপাতাল নির্বাচন

গোসাইলডাঙ্গায় তাহের-আজাদ পরিষদের মতবিনিময় সভা

| শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। নগরীর ৩৬নং মধ্যম গোসাইলডাঙ্গা ফকিরহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন, সৈয়দ মোরশেদ হোসেন, রেজাউল করিম আজাদ, অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. মোরশেদ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রার্থী প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন, জেনারেল সেক্রেটারী প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম আজাদ, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জি. লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, ডা. পারভেজ ইকবাল শরীফ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ডা. কামরুন নাহার দস্তগীর, সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন, লায়ন ড. মো সানাউল্লাহ, লায়ন এসএম কুতুব উদ্দিন, মো. সাগির, আলহাজ্ব মো. আহসান উল্লাহ, আলহাজ্ব মো. হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. আবু তৈয়ব, ডা. কামরুন নেসা রুনা, এ এস এম জাফর, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা. ফজল করিম বাবুল, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা করোনাকালীন সময়ে যারা কাজ করেছেন তাঁদের সমন্বয়ে গঠিত পূর্ণ প্যানেলকে বিজয় করার মাধ্যমে হাসপাতালের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির বিনামূল্যে চিকিৎসাসেবা
পরবর্তী নিবন্ধরাষ্ট্র সব ধর্ম পালনে নিরাপত্তা দেবে : হুইপ স্বপন