দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিট শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র নবনির্বাচিত সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল।
তৃতীয়বারের মতো বিকেএমইএ সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার তিনি দৈনিক আজাদী সম্পাদকের বাসভবনে গিয়ে মতবিনিময় করেন। এতে তিনি গার্মেন্টস খাতের উন্নয়নে গণমাধ্যমের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় আজাদী সম্পাদক এম এ মালেক তাঁকে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, গার্মেন্টস খাত থেকেই রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হয়। এই শিল্পের অস্তিত্ব রক্ষায় গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রদানে দৈনিক আজাদীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিকেএমইএ পরিচালক রাজীব দাশ সুজয়, বিকেএমইএ’র সদস্য শৈবাল দাশ সুমন প্রমুখ।