আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য মা ও শিশু হাসপাতাল নির্বাচনে ডা. আঞ্জুমান আরা ইসলাম-ডা. আরিফুল আমীন পরিষদের সাথে রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার নগরীর ব্যাংকার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডা. আঞ্জুমান আরা ইসলাম, ডা. আরিফুল আমীন। রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রোটারিয়ান প্রফেসর তৈয়ব চৌধুরী, রোটারিয়ান মো. রাশেদুল আমিন। বক্তারা পুরো প্যানেলকে নির্বাচিত করার জন্য পূর্ণ সহায়তা প্রদান করার আশ্বাস দেন।
এসময় ডা. এম মাহফুজুর রহমান,আলহাজ্ব আবুল হোসেন, আনোয়ারুল ইসলাম, মো. জাহিদুল হাসান, গোলাম বাকী মাসুদ,মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, রাশেদুল আমিন রাশেদ, ছৈয়দ ছগির আহমেদ, ডা. হোসাইন আহমেদ, সৈয়দ নুরুন্নবী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।