পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আনজুমান আয়োজিত জশনে জুলুছে অংশগ্রহণের জন্য আমি দরবারের প্রতিনিধি হিসেবে এসেছি। দীর্ঘ মহামারির পর আপনাদের সাথে দেখা করতে পেরে অত্যন্ত খুশী। আল্লাহ-রাসুলের মেহেরবানী ও হজরাতেকেরামের নজরেকরম আপনাদের উপর সর্বদা বিরাজমান। করোনাকালে গাউসিয়া কমিটির হাজারো স্বেচ্ছাসেবী কর্মীর মানবিক সেবা কার্যক্রম, চিকিৎসা সেবা, লাশ দাফন ও সৎকারের মত চ্যালেঞ্জিং কাজ আপনারা করেছেন অথচ আপনারা কেউ করোনায় আক্রান্ত হননি। এটি অবশ্যই আল্লাহর বিশেষ দয়া। মনে রাখতে হবে- ত্বরিকতের অন্যতম প্রধান কাজ মানবতার সেবা করা, মানুষের শান্তির জন্য কাজ করা এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা।
গত ১৮ অক্টোবর ষোলশহরস্থ জামেয়া ময়দানে অনুষ্ঠিত পবিত্র গিয়ারবি শরীফ মাহফিলে পীরে ত্বরিকত, আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) এসব কথা বলেন। তিনি জশনে জুলুছকে সফল করতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান। এতে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. সিরাজুল হক, অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি এস.এম. গিয়াস উদ্দিন সাকিব, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি প্রফেসর কাজী শামশুর রহমান, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ অছিউর রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড. আ.ত.ম লিয়াকত আলী, আনজুমান সদস্য মো. শাহজাহান ইবনে দিদার, মো. আনোয়ারুল হক, মো. তৈয়্যবুর রহমান, মো. আব্দুল হামিদ, মো. আমির হোসেন সোহেল, মো. খমরুদ্দীন সবুজ, মো. আব্দুল হাই মাসুম, মো. হাসানুর রশিদ রিপন, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার প্রমুখ। মহানগর গাউসিয়া কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মো. মনোয়ার হোসেন মুন্নাসহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়াও গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলার কর্মকর্তা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।












