সন্দ্বীপের গুণীজনরা মানবকল্যাণে নিবেদিত প্রাণ

স্মরণ সভায় এমপি মিতা

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, গুণীজনরা উনাদের কৃতকর্মের মাঝে সন্দ্বীপবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন যুগযুগ ধরে। সন্দ্বীপের সার্বিক উন্নয়নে সন্দ্বীপের গুণীজনরা মানবকল্যাণে নিবেদিত প্রাণ হয়ে আন্তরিকতার সহিত কাজ করছে বলে এককালে উন্নয়নে অবহেলিত সন্দ্বীপ আজ আলোকিত সন্দ্বীপে রূপান্তরিত হয়েছে। সন্দ্বীপের বাহিরে যারা আছেন সদ্বীপে আসুন, দেখুন, উন্নয়নের ছোয়া সর্বত্র দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সন্দ্বীপের নিরাপদ যাত্রা উন্নয়নে উন্নতমানের জাহাজ ও জেটি নির্মাণ বিদ্যমান।
আগামীতে এ উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে, আসুন সকল সন্দ্বীপবাসী আগামী প্রজন্মের জন্য একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখি। বর্তমান সরকারের ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশ যদি স্যাটালাইট জগতে অবস্থান নিতে পারে বৃহত্তম পদ্মা সেতু নির্মাণ হতে পারে সন্দ্বীপ বাসীর জন্য একটি সেতু আমাদের সকলের দাবি হতে পারে। আর এ দাবিতে জাতীয় ইস্যু তৈরি করতে সন্দ্বীপবাসীকে এক হতে হবে। আগামী প্রজন্ম যাতে গাড়ি করে সন্দ্বীপে আসা যাওয়া করতে পারে সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেক সন্দ্বীপবাসীকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত সন্দ্বীপের ৪১জন গুণীজনের বিশাল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সাংসদ মাহফুজুর রহমান মিতা। সংগঠনের সভাপতি এড. এম এ বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলমের সঞ্চালনায় এতে গুণীজনদের জীবনী ও তাদের অপূরণীয় স্বপ্নের কথা তুলে ধরে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা এ.কে.এম. বেলায়েত হোসেন, লে. কর্ণেল ড. শফিকুল আলম মসি উদ দুজা। অনুষ্ঠানে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের পৃষ্ঠপোষক আজীবন সদস্য, সাবেক ও বর্তমান কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচালান চিহ্নিতকরণ ও ন্যায়নির্ণয় বিষয়ক সিদ্ধান্ত সংশোধনের দাবি
পরবর্তী নিবন্ধমহানগর আ. লীগের তৃণমূলের বর্ধিত সভা আজ