চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনাকালীন দুঃসময়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে গেছে। দুঃসময়ে এ সংগঠনটি জনগণের পাশে ছিল। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই শ্লোগান নিয়ে আজ থেকে ২২ বছর আগে গরীব, দুস্থ, অবহেলিত ও অসহায় মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে এই অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা হয়। কোভিড-১৯ ধরা পড়ার পর থেকেই জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২০ সালে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে জনগণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতাামূলক লিফলেট বিতরণ, মাস্ক পরিধান, সাবান দিয়ে হাত ধোয়াসহ বিভিন্ন কার্যক্রম জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালনা করেছেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত (র.) মাজারস্থ এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুস্থ, অসহায় এতিমদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ফাউন্ডেশনের চিকিৎসক সমন্বয়ক অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য ডা. এস এম সারোয়ার আলমের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মো. কামরুল ইসলাম, ডা. ইয়াসিন আরাফাত, এডভোকেট মো. আলাউদ্দীন, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট ছৈয়দুল আমিন প্রমুখ।