হিন্দু সমপ্রদায়ের শারদীয় দুর্গাপূজা চলাকালে সাতকানিয়ার কাঞ্চনায় পূজামণ্ডপের গেইট ভাংচুরের ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। গতকাল সোমবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সমপ্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। কিন্তু বর্তমান সরকারের আমলে সামপ্রদায়িক উস্কানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সমপ্রদায়ের দেবালয়ে আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের ঘটনা সরকারের মদত ছাড়া অসম্ভব। সাতকানিয়ার কাঞ্চনায় পূজামণ্ডপের গেইট ভাংচুরের ঘটনার সময় মুজিবুর রহমান চেয়ারম্যানসহ বিএনপি নেতাকর্মীরা এলাকায় না থাকলেও সরকারের ফরমায়েশী আদেশে তাদেরকে আসামি করা হয়েছে। আমরা এই সমস্ত অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।
তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যে সংকটগুলো রয়েছে এসব থেকে দৃষ্টি দূরে সরিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য দেশের বিভিন্ন স্থানে সামপ্রদায়িক হামলার ঘটনায় আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে। সরকার তার এজেন্টদের দিয়ে ঘটনা ঘটিয়ে গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রামকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে। আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। ক্ষমতায় গেলে তাদের উপর হামলা কারে তার দায়ভার ভিন্নমতের উপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটে ক্ষমতায় টিকে থাকতে চায়।