সাড়ে তিন মাসে বড় দরপতন পুঁজিবাজারে

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচকে বড় পতন হয়েছে। গতকাল সোমবার দিন শেষে প্রধান বাজার ঢাকার প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় সোয়া শতাংশ ও চট্টগ্রামের প্রধান সূচক প্রায় দেড় শতাংশ কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৯ দশমিক ১৯ পয়েন্ট কমে ৭ হাজার ৯৭ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে। খবর বিডিনিউজের। একদিনে এর আগে সর্বোচ্চ দরপতন ছিল ২০২১ সালের ২৭ জুন। সেদিন ১০০ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ হারিয়েছিল ডিএসইএক্স। তবে এই দরপতনের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছেন না পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এটাকে মূল্য সংশোধন হিসেবেই দেখছেন তারা। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়শনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, সূচক অনেক বেড়েছিল। এখন মূল্য সংশোধন হচ্ছে। এই অবস্থায় বিনিয়োগকারীরা একটু ভীত হয়েছেন। এ কারণে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। আর বিক্রির চাপে পুঁজিবাজারে সূচক কমে যাচ্ছে। সোমবার নিয়ে টানা ছয় দিন ৩ দশমিক ৬৭ শতাংশ সূচক কমল ডিএসইতে। ১০ অক্টোবর সূচক ছিল ৭ হাজার ৩৬৮ পয়েন্ট। এই বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৮০ শতাংশ বা ২৬১ কোটি ৫৪ লাখ টাকা কমেছে।

পূর্ববর্তী নিবন্ধদাম কম, দুশ্চিন্তায় চাষিরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১ মৃত্যু, নতুন শনাক্ত ৫