রাউজানের ১৪ চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে

রাঙ্গুনিয়া ও হাটহাজারীর প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

রাউজানের ১৪ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে একক প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র থেকেও দলীয় মনোনয়ন নিয়েছেন ১৪ ইউনিয়নের ১৪ চেয়ারম্যান প্রার্থী। গতকাল সোমবার সকালে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সুপারিশসহ কেন্দ্রে পাঠানো হয়। অপরদিকে হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা তৈরী না হওয়ায় গতকাল পাঠানো যায়নি। এই দুই উপজেলার ২৬ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা এক-দুইদিনের মধ্যে কেন্দ্রে পাঠানোর কথা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান।
এই ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান আজাদীকে জানান, রাউজানের ১৪ ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী দেয়া হয়েছে। তাদের তালিকা কেন্দ্রে চলে গেছে। হাটহাজারী ও রাঙ্গুনিয়ার তালিকা এখনো আমাদের কাছে আসেনি। ১৮ অক্টোবর কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে আমাদের প্রার্থী তালিকা পাঠানোর কথা ছিল। এক-দুইদিন দেরি হলেও অসুবিধা হবেনা। আজ কালকের মধ্যে হাটহাজারী ও রাঙ্গুনিয়ার তালিকা আসলে পাঠিয়ে দেবো।
জানা গেছে, গতকাল রাউজানের ১৪ ইউনিয়নের ১৪ চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম ঢাকায় দলীয় নির্বাচনী বোর্ডে জমা দেয়া হয়েছে। রাউজানের ১৪ ইউনিয়ন পরিষদের মধ্যে ১২ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে এবং তারা দলীয় মনোনয়ন ফরমও নিয়েছেন। শুধুমাত্র নোয়াপাড়া ও বিনাজুরী ইউনিয় পরিষদে নতুন প্রার্থী দেয়া হয়েছে।
নোয়াপাড়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের একক দলীয় মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া। অপরদিকে বিনাজুরী ইউনিয়ন থেকে একক দলীয় মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন আওয়ামী লীগের সহ সভাপতি রবিন্দ্র লাল চৌধুরী।
এদিন হলদিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়ার চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু, নোয়াজিশপুরের চেয়ারম্যান এম সরোয়ার্দ্দি শিকদার, চিকদাইরের চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, গহিরার চেয়ারম্যান নুরুল আবসার বাশি, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুরের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, পাহাড়তলীর চেয়ারম্যান রোকন উদ্দিন, বাগোয়ানের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, পূর্বগুজরার চেয়ারম্যান এম আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরার চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, উরকিরচরের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।
দলের স্থানীয় নীতি নির্ধারকগণ জানিয়েছেন প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে তৃণমুল থেকে একক চেয়ারম্যান প্রার্থী দেয়া হয়েছে। দলের জন্য পরীক্ষিত ও ত্যাগী নেতাদের নির্বাচনের জন্য দলের ফরম দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান প্রার্থীদের ফরম ঢাকায় দলীয় মনোনয়ন বোর্ডে জমা করা হয়েছে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে, রাঙ্গুনিয়া উপজেলায় ১৩টি ইউনিয়নে ও হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাটহাজারী উপজেলার যেসব ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো ধলই ইউনিয়ন, মির্জাপুর ইউনিয়ন, গুমানমর্দ্দন, নাঙ্গল মোড়া, ছিপাতলি, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদন্ডি, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন।
এদিকে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন, হোছনাবাদ ইউনিয়ন, পারুয়া, পোমরা, বেতাগী, সরফভাটা, শিলক, পদুয়া, চন্দ্রঘোনা, কোদালা, ইসলামপুর, দক্ষিণ রাজানগর ও লালা নগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
একই দিন ২৮ নভেম্বর কঙবাজার জেলার চকরিয়া উপজেলায় ১০টি, পেকুয়া উপজেলায় ৬টি, খাগড়াাছড়ি জেলার দীঘিনালা উপজেলার ৩টি ইউনিয়ন, মহালছড়ি উপজেলায় ৪টি, রাঙ্গামাটি জেলার রাজস্থলি উপজেলার ৩টি, কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ন এবং বান্দরবান জেলার আলিকদম উপজেলার ৪টি ও রুমা উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোট গ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ফ্যাক্টর হতে পারে বিদ্রোহী প্রার্থীরা
পরবর্তী নিবন্ধদাম কম, দুশ্চিন্তায় চাষিরা