আল্লামা সাবির শাহ চট্টগ্রামে

লালগালিচা সংবর্ধনা

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা. জি.আ.) গতকাল সোমবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে আসেন। তিনি আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামীকাল বুধবার ঐতিহাসিক পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর (সা.) জশ্‌নে জুলুছে নেতৃত্ব দেবেন। হুজুর কেবলার সফর সঙ্গী ছিলেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান ও আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন।
হুজুর কেবলা মোটর শোভাযাত্রা সহকারে চট্টগ্রাম পৌঁছলে জিইসি কনভেনশন সেন্টার ও আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ফুলেল শুভেচ্ছাসহ লালগালিচা সংবর্ধনা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম.গিয়াস উদ্দিন শাকের, গাউসিযা কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড. আ.ত.ম. লিয়াকত আলী, আনজুমান সদস্য মুহাম্মদ সাজ্জাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ আমির হোসেন সোহেল, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহানগর চট্টগ্রামের মুহাম্মদ মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্নাসহ অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ, চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলার সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহসহ বিভিন্নস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, জামেয়ার শিক্ষক-ছাত্রবৃন্দ, হাজার হাজার পীরভাই ও আশেকানবৃন্দ। পরে হুজুর কেবলার ইমামতিতে নামাজে যোহর, আছর, মাগরিব ও এশা এবং হুজুর কেবলার ছদারতে পবিত্র গেয়ারভী শরীফ আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আজ মঙ্গলবার হুজুর কেবলার ইমামতিতে নামাজে যোহর, আছর, মাগরিব ও এশা উক্ত খানকাহ্‌ শরীফে অনুষ্ঠিত হবে।
কাল জশ্‌নে জুলুছ : আগামীকাল বুধবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ’র (মা.জি.আ.) নেতৃত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর (দ.) জশ্‌নে জুলুছ সকাল ৮টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আরম্ভ হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ, কেয়ারী মোড়, চট্টগ্রাম কলেজ, গণি বেকারী (ডানে মোড়), খাস্তগীর স্কুল (ডানে মোড়), আসকারদিঘী, কাজির দেউড়ি (ডানে মোড়), আলমাস (বামে মোড়), ওয়াসা (ডানে মোড়), জিইসি, ২ নম্বর গেট, পুনরায় মুরাদপুর (বামে মোড়), বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত। দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দোয়া অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) এর জশ্‌নে জুলুছ ও মাহফিলসহ নামাজে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন সর্বস্তরের পীরভাই ও সুন্নী জনতার প্রতি আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদিনে ২২ কোটি টাকা গচ্ছা বিপিসির
পরবর্তী নিবন্ধরাসেলের মতো ভাগ্য যেন আর কোনো শিশুর না হয় : প্রধানমন্ত্রী