হাটহাজারী পৌর এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে স্থানীয় কলাবাগান এলাকায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত এগারটার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষাগারের সমস্ত যন্ত্রপাতিতে ছড়িয়ে পড়ে।
বিষয়টি হাটহাজারী ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানান তারা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৫০ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. সোহেল জানান, গতকাল রবিবার সন্ধ্যা থেকে বিদ্যুতের ভোল্টেজ উঠানামা করছিল।রাত আনুমানিক সাড়ে ১১টায় বিদ্যুতের ভোল্টেজ হঠাৎ বেড়ে গেলে পরীক্ষাগারের মেশিনে একটা বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পর ধোঁয়া পুরো ল্যাব ও অভ্যর্থনা কক্ষে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্য ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, “এ অগ্নিকাণ্ডে আমাদের পরীক্ষাগারে বেশ কয়েকটি মূল্যবান মেশিন পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে এসব যন্ত্রপাতির মূল্য ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আমাদের রোগীদের সেবা দিতে সমস্যা হচ্ছে। তারপরও সেবা প্রদান করছি।”
তিনি আগামীকাল মঙ্গলবারের মধ্যে রোগীদের সম্পূর্ণভাবে সেবা প্রদান করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।”