রাউজানে একটি সিমেন্টের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোর ৫টার দিকে উপজেলার রমজান আলী চৌধুরী হাটে এ ঘটনা ঘটে। দোকানের মালিক মো. শামসুল আলমের দাবি, অগ্নিকাণ্ডে সিমেন্ট, কীটনাশক, বীজ, পাইপ, স্যানিটারি, তার, রশি পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজিং ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আমরা যাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানের উপরে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার রয়েছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।