পৌরসভায় প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেছে জবা ত্রিপুরা (১৫) নামের এক কিশোরী। গতকাল রবিবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভার মেয়রের কক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি। এ সময় মেয়র নির্মলেন্দু চৌধুরীর কাছ থেকে আধা ঘণ্টার জন্য দায়িত্ব গ্রহণ করে জবা।
মেয়রের দায়িত্ব পালনকালে জবা ত্রিপুরা সাংবাদিকদের বলেন, আজকের এই প্রতীকী দায়িত্ব্ব পালনের মাধ্যমে আমি একজন মেয়ে হয়েও খাগড়াছড়ি পৌরসভার মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এতে আমি আরও আত্মবিশ্বাসী হয়েছি। জবা ত্রিপুরা ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) পেরাছড়া ইউনিয়ন শাখার সভাপতি ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
এ বিষয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, এই সমাজে নারীরা এগিয়ে গেলে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। নারীদের বা আমাদের কন্যাদের একটু বেশি সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। আজ আমার খুবই ভালো লাগছে।