প্রতি বছরের ধারাবাহিকতায় আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী, ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ড ও সীতাকুণ্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সাবেক মেয়র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলমের পক্ষ থেকে গতকাল শনিবার বিকেল ৫টায় এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার- সকলকে এই চেতনা ধারণ করতে হবে। এই উৎসবমুখর পরিবেশ জানান দিচ্ছে মানুষ এখন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক বিকাশ কান্তি মজুমদার, সত্যজিত বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।