আহলে সুন্নাত ওয়াল জমা’আত আনোয়ারা উপজেলার উপদেষ্টা, বরুমচরা গাউসিয়া মঈনুল উলুম দাখিল মাদরাসার সহ-সুপার মুফতি আবুল কাশেম আনোয়ারী (৫৯) গতকাল শনিবার ভোর সাড়ে ৪টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল বাদে আসর বরুমচড়া হাসান সরদার পাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মুফতি আবুল কাশেম আনোয়ারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, মহাসচিব মাওলানা এম এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নেজামী, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।