আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমানে অনুষ্ঠেয় প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ এর খেলায় ওমান ও পাপুয়া নিউগিনি মুখোমুখি হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। রাত ৮টায় এ খেলা অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সমপ্রচার করবে দেশীয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা।