নাসিরাবাদ গভ: স্কুল ২-০ গোলে চসিক হাতেখড়ি স্কুলকে পরাজিত করে সুপার থ্রি পর্বে উত্তীর্ণ হয়েছে।
গতকাল শনিবার বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ সবুজ এবং অধিনায়ক শরফুদ্দিন গোল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় হন সাজেদুল ইসলাম জিদনী। তার হাতে ক্রেস্ট প্রদান করেন জেলার সাবেক কৃতী হকি খেলোয়াড় কুদরত আলী আজাদ।