স্কুল হকি লিগে নাসিরাবাদ সুপার থ্রি পর্বে উত্তীর্ণ

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নাসিরাবাদ গভ: স্কুল ২-০ গোলে চসিক হাতেখড়ি স্কুলকে পরাজিত করে সুপার থ্রি পর্বে উত্তীর্ণ হয়েছে।
গতকাল শনিবার বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ সবুজ এবং অধিনায়ক শরফুদ্দিন গোল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় হন সাজেদুল ইসলাম জিদনী। তার হাতে ক্রেস্ট প্রদান করেন জেলার সাবেক কৃতী হকি খেলোয়াড় কুদরত আলী আজাদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবলে কোয়ালিটির প্রথম জয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন