মদ খাওয়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

নরসিংদীতে পূজায় মদ খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় রকি দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। রকি ওই উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার সুনীল দাসের ছেলে। তিনি পৌর এলাকার এমপি মার্কেটে একটি মাছের আড়তে কাজ করতেন। খবর বাংলানিউজের।
জানা যায়, শুক্রবার দুপরে রকি তার মামাতো ভাইকে সঙ্গে নিয়ে হাজীপুরের বাউনি নামক এলাকায় ঘুরতে যান। সেখানে খোলা জায়গায় মদ্যপান করার জন্য আশপাশের এলাকা থেকে তার সমবয়সী এবং অনেক বন্ধু যুক্ত হয়। এক পর্যায়ে মদ খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে একজন আচমকা রকিকে পেছন থেকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রাবাস বন্ধ থাকায় ফাঁকা শ্রেণিকক্ষ
পরবর্তী নিবন্ধরাউজানে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন