সিএনজির ধাক্কায় শিশু শিক্ষার্র্থীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

রাউজানে সিএনজি অটোরিকশার ধাক্কায় নিশান কর্মকার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায়। নিহত নিশান ওই এলাকার কর্মকার বাড়ির দোলন পালিতের ছেলে ও উত্তর রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশুটি রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধপাঁচ বছর পর রাঙ্গুনিয়ায় আজ ছাত্রলীগের সম্মেলন