রাউজানে সিএনজি অটোরিকশার ধাক্কায় নিশান কর্মকার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায়। নিহত নিশান ওই এলাকার কর্মকার বাড়ির দোলন পালিতের ছেলে ও উত্তর রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশুটি রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












