ঐশ্বরিক শক্তির প্রতীক দুর্গা, দেবী দুর্গতিনাশিনী, এক হয়েও তিনি বহুরূপে থেকে মঙ্গলকারিণী। মাটির প্রতিমা নয় তো দেবী , মৃন্ময়ী স্বরূপীনি, পূজার শক্তিতে জাগরিত সদা চিন্ময়ী সিবানী। এ পূজায় আছে নানান ভাবে নানান জীবন দর্শন, চেতনা যোগায় আসুরী মনের চিরতরে বিসর্জন। দুর্গাপূজা স্বতস্ফূর্ততায় এক মিলিত শক্তিতে প্রচেষ্টা, বিজয়া দশমীর মিলনে শেখায় ঐক্য, প্রগাঢ় নিষ্ঠা। এ পূজায় দেয় শক্তি, সাহস, জ্ঞানের প্রবল প্রেরণা, হৃদয় মাঝে বিকশিত করে মঙ্গল-মানবিক বাসনা। দশদিকে যত আছে জগতে, অশুভ শক্তির বাস, সাধুদের ত্রাণে নিরোধ করে প্রতিকূল সব নাশ। জীবনে বাড়ে সৌহার্দ্য আর সম্প্রীতির সাম্য ভাব, সুসংহত হয় পরের হিতে দয়াশীল মনোভাব। অসদ-আসুরী-অশুভ শক্তিতে নেই জরা, নেই ভয় পূজার শিক্ষা, পরাভূত করে রচিতে শুভ বিজয়। সত্যের পথে প্রতিহত করা অকল্যান যত অন্যায়, জীবন জাগাতে জগত কল্যান আর শান্তি কামনায়।
দুর্গাপূজা অসাম্প্রদায়িক চেতনার মিলনের মহা-উৎসব, জাতিভেদে সবে উল্লাসে মেতে মহাধুমধাম রব। দুর্গাপূজায় সকল স্তরের হয়ে উঠে অবাধ মিলন, মানুষে মানুষে অক্রোধ-অহিংসার মৈত্রীময় সেতু বন্ধন।দ্বন্দ্ব বিদ্বেষ পরিহার করে চাই ভ্রাতৃত্ব- মমতার জয়, দৈবী চেতনা জাগ্রত করাটাই পূজার প্রকৃত বিজয়।