আজ প্রতিমা বিসর্জনের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে জেলা প্রশাসন। নগরী ও ৬ উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের পর এবার সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নগরীতে ৬ জন ও ৬ উপজেলায় ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেকে দায়িত্ব দেয়া হয়েছে। মূলত এদের নেতৃত্বে মাঠে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান আজাদীকে বলেন, আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করছি কোনো ঝামেলা হবে না। তবে আমরা সতর্ক থাকব। ইতিমধ্যে জেলায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার প্রতিমা বিসর্জন উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, আমরা শিডিউল করে দিয়েছি। বাঁশখালী দুপুরের মধ্যে এবং নগরীর ও অন্যান্য উপজেলাগুলো সন্ধ্যার আগে প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করবেন।
এদিকে বাঁশখালী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বাঁশখালী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এসময় তাঁর সাথে ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এস.এম রশিদুল হক, স্টাফ অফিসার ও নির্বাহী অফিসার ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো: হুমায়ুন কবির, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সহ পূজা পরিষদের নেতৃবৃন্দ। এ বিষয়ে জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার ওমর ফারুক আজাদীকে বলেন, বাঁশখালীতে একটি পূজা মণ্ডপের গেট, কর্ণফুলীতে মূর্তিতে হামলার ঘটনা হয়েছে এমন অভিযোগ রয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসক এ দুটিসহ আরও কয়েকটি উপজেলার মণ্ডপগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ মণ্ডপগুলোকে ২৫ হাজার টাকা করে প্রদান করেছেন।
প্রসঙ্গত, কুমিল্লা শহরের দীঘির পাড় এলাকায় গত বুধবার দুর্গাপূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননার অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে গত বুধবার রাতে আইনশৃক্সখলা রক্ষায় চট্টগ্রাম নগরী ও জেলার ৬ টি উপজেলায় মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করে জেলা প্রশাসন। এ সংক্রান্ত আদেশে বলা হয়, ১৬ অক্টোবর সন্ধ্যা ৬ টা পর্যন্ত উক্ত এলাকাগুলোতে বিজিবি মোতায়েন থাকবে। ৬ উপজেলা হলো, হাটহাজারী, বাঁশখালী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, চন্দনাইশ ও পটিয়া।