বিজয়া দশমী আজ

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, পতেঙ্গা সৈকতে হবে প্রতিমা নিরঞ্জন

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

আজ শুভ বিজয়া দশমী। বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসব শেষ হচ্ছে। আজ বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এ বিজয় অর্জিত হয় আদ্যাশক্তি মহামায়ার সক্রিয় ভূমিকায়। মাতৃরূপিণী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ও ভক্তকুলকে রক্ষা করেন। এই অমিত চেতনার সঙ্গে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি যুক্ত হয়ে দেবী দুর্গাকে বাঙালি হিন্দু সমাজ ‘ঘরের মেয়ে’ হিসেবেই বরণ করে নেয়। এবার দেবী দুর্গা দোলায় গমন করবেন।
গতকাল মণ্ডপে ও মন্দিরে ঢাক-ঢোল, কাঁসর-ঘন্টায়, ধূপ আরতি ও দেবী-দুর্গার পূজা-অর্চনায় কেবলই ছিল মায়ের বিদায়ের সুর। দিনব্যাপী বিভিন্ন পূজামণ্ডপে সারাবিশ্বের কল্যাণ এবং করোনামুক্ত বিশ্ব কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
বিহিত পূজার মাধ্যমে গতকাল মহানবমীর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পুরাণ মতে, এই তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছেন দেবী দুর্গা। নবমী সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়েছে সন্ধিপূজাও।
আজ বিজয়া দশমী। সিদুঁর খেলায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হবে।
জেএম সেন হলে মহানগর পূজা পরিষদ : মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজিত নগরীর প্রধান পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। এই উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৬টায় বিজয়া দশমী বিহিত পূজা, সাড়ে ৭টায় পুষ্পাঞ্জলি, ৯টা ১৫ মিনিটে ঘট গৃহে প্রবেশ, বেলা ১২টায় নিরঞ্জন অনুষ্ঠান। পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কাউন্সিলর সালেহ্‌ আহম্মেদ চৌধুরী, আবদুল বারেক, জিয়াউল হক সুমন। মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে চবি মেডিকেলে টিকা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক