সুপারিশপ্রাপ্ত ২৭৭ জনকে কারিগরিতে নিয়োগ

৩৮তম বিসিএস

| শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

৩৮তম বিসিএস থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক/ মনোটেকনিক ইনস্টিটিউটগুলোতে জুনিয়র ইন্সট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। খবর বাংলানিউজের। এতে বলা হয়, ৩৮তম বিসিএসের লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে। এছাড়াও ইতোপূর্বে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পলিটেকনিক/ মনোটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে ৮৪৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি ফেরার পথে কর্ণফুলীতে চেয়ারম্যানের ওপর হামলা
পরবর্তী নিবন্ধআইপিএলের ফাইনাল আজ