বাড়ি ফেরার পথে কর্ণফুলীতে চেয়ারম্যানের ওপর হামলা

প্রতিবাদে পিএবি সড়কে আগুন জ্বালিয়ে দেড় ঘণ্টা ব্যারিকেড

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

বাড়ি ফেরার পথে কর্ণফুলী বড়উঠান চেয়ারম্যান দিদারুল আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় চেয়ারম্যান দিদারসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে শাহমীরপুর বাদামতল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন তারা। ইউপি চেয়ারম্যান ছাড়াও আহত অন্য দুজন হলে যুবলীগ সহ-সভাপতি শহীদুল্লাহ ও ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ফারুক চৌধুরী। সন্ত্রাসী হামলার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রতিবাদে স্থানীয় লোকজন তাৎক্ষণিক পিএবি সড়কে টায়ার দিয়ে আগুণ জ্বালিয়ে দেড় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ করে দেয়। ফলে উভয় দিকে শত শত যানবাহন আটকে যায়।
বড় উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান জানান, হামলাকারীরা চেয়ারম্যান দিদারুল আলমকে হত্যার চেষ্টা করেছে। ওই ঘটনায় চেয়ারম্যানের একটি হাত ভেঙে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলার ঘটনা স্বীকার করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চেয়ারম্যানের ওপর হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরিস্থিতি স্বাভাবিক করার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পিকনিক জিপ খাদে, নিহত ১
পরবর্তী নিবন্ধসুপারিশপ্রাপ্ত ২৭৭ জনকে কারিগরিতে নিয়োগ