চট্টগ্রামে মৃত্যুহীন দিন শনাক্ত ১৪

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর বাসিন্দা ১২ জন এবং উপজেলার ২ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৪ জন। এর মধ্যে ৭৩ হাজার ৮৭৮ জন নগরীর ও উপজেলার ২৮ হাজার ১৯৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম জেলায় কারো মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এখন ১ হাজার ৩১৩ জন। এর মধ্যে ৭২০ জন নগরীর ও ৫৯৩ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন গতকাল বৃহস্পতিবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে ৭ জনের মৃত্যু শনাক্ত ৫১৮
পরবর্তী নিবন্ধআকবর শাহে যুবকের রহস্যজনক মৃত্যু