পেকুয়ায় গ্রেপ্তার ৯ তিন মামলায় আসামি সহস্রাধিক

মণ্ডপে তোরণ ভাঙচুর

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

কুমিল্লায় পবিত্র কুরআন শরীফ অবমাননার খবরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বুধবার রাতে মিছিল বের হওয়ার খবর পাওয়া গেলেও প্রশাসন ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহাপুরাস্থ জেলে পাড়া মন্দিরের বাইরে নির্মিত একটি তোরণ দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে। বর্তমানে চকরিয়ার পরিস্থিতি শান্ত রয়েছে। অপরদিকে বুধবার রাতে পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নেও ২টি পূজা মণ্ডপের নির্মিত তোরণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া শীলখালী ইউনিয়নের শীলপাড়ায়ও ২টি মন্দিরে হামলার খবর পাওয়া গেছে। অপরদিকে মগনামা ইউনিয়নের শীলপাড়ায়ও উত্তেজনার খবর পাওয়া যায়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, যথাসময়ে পুলিশ তৎপর হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় পৃথক ৩টি মামলা রেকর্ড করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মামলায় ১৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা সহস্‌্রাধিক জনকে আসামি করা হয়েছে। পেকুয়ায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ৪১
পরবর্তী নিবন্ধদেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন