সাংসদ আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, অপপ্রচার করে এদেশে লালিত হওয়া হাজার বছরের সম্প্রীতি বিনষ্ট করা যাবে না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে যারা রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত ছিল, তারাই এসব অপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি বলেন, কুমিল্লাতে ভুয়া একটি আইডি ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টাকারীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এ ধরনের অপপ্রচারে কান না দেয়ার অনুরোধ জানান তিনি। গতকাল বুধবার চন্দনাইশের বরমা স্বনির্ভর সেতুবন্ধন সার্বজনীন পূজামন্ডপ, গাছবাড়িয়া সার্বজনীন পূজামন্ডপ, দোহাজারী হাজারী বাড়ি দূর্গা মন্দিরসহ বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, আবুল বশর ভুঁইয়া, কায়সার উদ্দিন চৌধুরী, আবুল কাশেম বাবলু, এড. তুষার সিংহ হাজারী মানিক, অরূপ রতন চক্রবর্তী, উৎপল রক্ষিত, সমীরন দাশ তপন, মোজাম্মেল হক, বলরাম চক্রবর্ত্তী, অমিতাভ চোধুরী টিটো, কৃষ্ণ চক্রবর্তী, এড. মো. দেলোয়ার হোসেন, পীযুষ সিংহ হাজারী, নবাব আলী, মো. তৌহিদুল আলম প্রমুখ।
এসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, আজিজুর রহমান আরজু, লোকমান হাকিম, হেলাল উদ্দিন চৌধুরী, মো. লোকমান হাকিম প্রমুখ।












