টেকনাফে দা দিয়ে কুপিয়ে শাশুড়িকে হত্যা এবং শ্যালিকার হাত বিচ্ছিন্ন করার ঘটনায় শামসুল আলম নামে একজনকে ৪০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে শামসুল আলমের উপস্থিতিতে শাশুড়িকে হত্যার দায়ে ৩০ বছর এবং শ্যালিকার হাত বিচ্ছিন্ন করার অপরাধে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত। খবর বাসসের।
২০১৩ সালের ১১ ডিসেম্বর দিন দুপুরে সীমানা বিরোধের জেরে টেকনাফ সদর ইউনিয়নের খোন্দকার পাড়ায় ওই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত শামসুল একই গ্রামের মৃত জহির আহম্মদ মিস্ত্রীর ছেলে। নিহতের স্বামী ও মামলার বাদী আবদুল গফুর বলেন, শামসুল আলম আমার মেয়ের স্বামী ও আমার প্রতিবেশী। তাদের সাথে আমাদের সীমানা বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই প্রকাশ্য দিবালোকে আমার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে এবং আমার ছোট মেয়ের হাত বিচ্ছিন্ন করে শামসুল। এনিয়ে আমি মামলা করি। গতকাল বুধবার মামলার রায় হয়েছে।
কঙবাজারের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) ফরিদুল আলম বলেন, হত্যা ও হত্যা চেষ্টা অভিযোগে আইনের ৩টি ধারায় শামসুল আলমকে পৃথকভাবে ৪০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। হাত বিচ্ছিন্ন করার দায়ে ১০ বছর এবং হত্যার দায়ে ৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।