চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের হয়েছে ৬৩.০৬ কোটি টাকা। মোট ২১,১৮৩টি লেনদেনের মাধ্যমে মোট ২.০১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৮.০৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২১,৩৬০.৮৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,৯১.৫১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১০.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩.০১ তে। সিএসইমেক্স সূচক গতকাল অপরিবর্তত রয়েছে যা হলো ৮৫৭.৯৯। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৫০২,৬০৩.৮৫ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৪,৯৪০.৭৩ কোটি টাকায়। সিএসই’তে ৩৫৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০১টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২০৬টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির। প্রেস বিজ্ঞপ্তির।