ইউএনও পরিচয়ে টাকা দাবি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট ফোন করে টাকা দাবি করেছে একটি চক্র। গত কয়েকদিন ধরে দুইটি নম্বর (০১৯৭৮-৩৩৭৩৩৯ এবং ০১৯৪০-৯৪৬৭৩৪) থেকে ফোন করে একাধিক ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠে। তবে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। প্রসঙ্গত, ইতিপূর্বেও ইউএনওর নাম ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ‘ইউএনও রাঙ্গুনিয়া’ নামের অফিসিয়াল ফেসবুক আইডির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস লিখেছেন- উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে আবারও মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে ০১৯৭৮৩৩৭৩৩৯ এবং ০১৯৪০৯৪৬৭৩৪ নম্বর থেকে। গত কয়েকদিনে উপরের দুই নম্বর থেকে ফোন দিয়ে ইউএনও পরিচয়ে অথবা ইউএনওর পক্ষ হয়ে বিভিন্ন ব্যক্তির কাছ টাকা চাওয়া হয়েছে। নম্বর দুটি ক্লোনও করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে যে বা যারা নম্বরের প্রকৃত ব্যবহারকারী তারা সতর্কতা অবলম্বন করবেন। সবাই সচেতন থাকবেন এবং আশেপাশের মানুষকে জানাবেন। কোনো কর্মকর্তার পরিচয়ে মোবাইলে ফোন করে বিকাশ করে টাকা পাঠাতে বললে সেটাতে কান দিবেন না।

পূর্ববর্তী নিবন্ধগাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ট্রাকের ধাক্কা
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে শিক্ষাবোর্ডের বক্তব্য