উখিয়ায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার ঘটনাস্থলে নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার হিজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে মালবোঝাই একটি ডাম্পার ট্রাক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেলে চালক গুরুতর আহত হন। তাকে আশঙ্ক্ষাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। উখিয়ায় নিহত ট্রাক হেলপারের নাম মোহাম্মদ তৈয়ব (২০)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত চালক একই এলাকার মোহাম্মদ হাসান (৩০) বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হিজলিয়া এলাকায় সড়কের পাশের একটি গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায় পণ্যবাহী একটি ট্রাক। এসময় দুমড়ে মুচড়ে যায় কঙবাজারমুখী পণ্যবাহী ট্রাকটি। ট্রাকের ধাক্কায় গাছটির মাঝের অংশ ভেঙে গাড়ির উপর পড়ে। গাড়ির ভেতর আটকা পড়া দুজনকে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় চালককে জীবিত ও হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত ট্রাক চালককে কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে জীবিত উদ্ধার করতে পারলেও দীর্ঘক্ষণ চেষ্টার পর হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়।
চকরিয়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ট্রাকের ধাক্কা
চকরিয়া প্রতিনিধি জানান, কঙবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে মালবোঝাই একটি ডাম্পার ট্রাক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় ডাম্পার চালক মো. মেহেদী হাসান (২২) গুরুতর আহত হয়েছেন। গাড়ির ভেতরে আটকা পড়া অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে মহাসড়কের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়াস্থ আতব্বর পাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতেও সজোরে ধাক্কা খায় ডাম্পার ট্রাকটি। গুরুতর আহত মেহেদী ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকার মো. হাসান ড্রাইভারের পুত্র।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চকরিয়ার স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বলেন, যাত্রীবাহী বাসকে রক্ষা করতে গিয়ে ডাম্পার ট্রাক সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় চালক ট্রাকের ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।












